রাজবাড়িতে কয়েকমাস ধরে মহা ধুমধাম। ছোট রাজপুত্রের বিয়ে; পাত্রী এক স্বপ্নের রাজকন্যা। চারিদিকে সাজ সাজ রব। সারা পৃথিবীর সেরা অলঙ্কার, বস্ত্র, বৈভব সামগ্রী এসে জড়ো হচ্ছে রাজপ্রাসাদে। তার দ্যুতি ছড়িয়ে পড়ছে দিকবিদিকে। সেই ছটায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেশের মানুষের। মুগ্ধ বিষ্ময়ে তারা দেখছে প্রাচুর্যের প্রবল আস্ফালন। ক্ষুধার্ত, জীবনসংগ্রামে ক্লান্ত, রিক্ত মানুষগুলো দুচোখ ভরে দেখছে রাজ ঐশ্বর্য্যের কি বাহার।
by উজ্জয়িনী হালিম | 22 July, 2024 | 971 | Tags : Ananth Ambani Wedding Mukesh Ambani Poverty